SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

Victorian Period Summary in Bengali | Literary Features, Historical Events, Writers | TRY.FULFIL

Victorian Period Summary in Bengali | Literary Features, Historical Events, Writers | TRY.FULFIL, Victorian Period Bangla Summary, Victorian Period Summary in Bengali, Victorian Period Literary Features, Victorian Period historical events in Bengali, Victorian period writers, Try.Fulfil, Saiful Munna.

 

Victorian Period Bangla Summary, Victorian Period Summary in Bengali, Victorian Period Literary Features, Victorian Period historical events in Bengali, Victorian period writers, Try.Fulfil, Saiful Munna.
Victorian Period Summary in Bengali, Literary Features, Historical Events, Writers



  • নাম: ভিক্টরিয়ান যুগ।
  • সময়কাল: ১৮৩২-১৯০১


Victorian Period historical events in Bengali:

ঐতিহাসিক ঘটনা: শিল্প বিপ্লব, পুনর্গঠন বিল, ‘অরিজিন অব স্পেসিস’ বই প্রকাশ, ক্রাইমিয়ার যুদ্ধ ইত্যাদি।

Industrial Revolution - শিল্প বিপ্লব:

ভিক্টোরিয়ান যুগে শিল্প বিপ্লব ব্যাপক আকার লাভ করে। তখনকার সময় বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত, তারা কৃষিকাজ এবং তাঁতের কাজ করে জীবিকা নির্বাহ করত। শিল্প বিপ্লবের সময় নতুন মিশিন এসে মানুষের কাজ কেড়ে নেয় এবং একটা অধিকাংশ মানুষ তখন শহরে পাড়ি জমায়। ঊনিশ শতকের মাঝামাঝি সময়ে শহরের জনসংখ্যা পঞ্চাশ ভাগের বেশি বৃদ্ধি পায়। বাষ্পীয় ইঞ্জিন এবং স্টীলের ব্যবহার ইংল্যান্ডের অর্থনীতি খুব দ্রত পরিবর্তন করে।

Reformation Bill - পুনর্গঠন বিল:

পুরুষ সম্পত্তি মালিক এবং শ্রমিক শেণির লোকদের ভোটের অধিকার দিতে পুনর্গঠন বিল পাস করা হয় যথাক্রমে ১৮৩২ এবং ১৮৬৭ সালে।

Origin of Species - অরিজিন অব স্পেসিস:

১৮৫৯ সালে বিজ্ঞানী চার্লস ডারউইন তার বিখ্যাত বই ‘অন দ্যা অরিজিন অব স্পেসিস’প্রকাশ করে। ১৮৩১ থেকে ১৮৩৬ সাল পর্যন্ত  ‘গালাপাগস’ দ্বীপে ‘ফিঞ্চ’ পাখিদের পর্যবেক্ষণ করে এই বই লিখা হয়। ভিক্টোরিয়ান যুগে এই বই ব্যাপক প্রভাব ফেলে যার ফলস্বরুপ ধর্ম ও বিজ্ঞানের মধ্যে দ্বন্দ তৈরি হয়।

Crimean War - ক্রাইমিয়ার যুদ্ধ:

১৮৫৪ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত ক্রাইমিয়ার যুদ্ধ সংগঠিত হয়। তৎকালীন ওসমানী খেলাফতের অংশভুক্ত মধ্যপ্রাচ্য, পবিত্র ভুমি ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের উপর রাশিয়ার প্রভাব বিস্তারে প্রচেষ্টার কারণে ক্রাইমিয়ার যুদ্ধ শুরু হয়। ওসমানী খেলাফতের অন্তভুক্ত গীর্জাগুলোর উপর রাশিয়া ক্ষমতা প্রদর্শন করলে ফ্রান্স বাধা দেয়। সবশেষে ব্রিটেন ও সারদিনিয়া (বর্তমান ইতালির অংশ) ফ্রান্সের পক্ষে যু্দ্ধে অংশ নেয়। ওসমানী খেলাফতও যুদ্ধ ঘোষণা করে রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়া যু্দ্ধে পরাজিত হলেও একুশ হাজার ব্রিটিশ সৈন্য মারা যায়। এই যুদ্ধের সময়ই খ্যাতি লাভ করেন ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’, ৩৮জন নার্স নিয়ে আহত ব্রিটিশ সৈনিকদের চিকিৎসা করার জন্য।


Victorian Period Literary Features in Bengali:

ভিক্টোরিয়ান যুগের বৈশিষ্ট্য: আঠারো শতকের রুমান্টিক চিন্তাধারা এবং বিশ শতকে বাস্তববাদী চিন্তাধারার মধ্যে সেতুবন্ধন তৈরি করে ভিক্টোরিয়ান যুগ। উপন্যাস তখন সাহিত্যের প্রভাবশালী ধারা হয়ে উঠে এবং অসংখ্য পাঠক লাভ করে। সেদিনকার উপন্যাস মধ্যবিত্ত শেণির সমাজকে প্রতিনিধিত্ব করে এবং সাধারণ মানুষের প্রতিদিনকার জীবনও তুলে ধরে। উপন্যাসগুলো নৈতিক অধপতনের কাহিনী নিয়ে নির্মিত হত এবং পাঠকদের ইতিবাচক চিন্তাভাবনা ও আশা প্রদান করত।


Victorian Period Features in Bengali:

ভিক্টোরিয়ান যুগের বৈশিষ্ট্যসমূহঃ

  • Victorian realism. বাস্তববাদ
  • Thirst for Knowledge. জ্ঞানের আকাঙ্খা
  • To know the unknown. অজানাকে জানা
  • To see the unseen. অদেখাকে দেখা
  • Love for adventure. দুঃসাহসিক কাজের প্রতি আগ্রহ
  • Development of science. বিজ্ঞানের বিকাশ
  • Ignorance of morality. নৈতিকতার অবক্ষয়
  • Victorian compromise. বিজ্ঞান ও ধর্মের বোঝাপড়া
  • Hypocrisy etc. ভণ্ডামি ইত্যাদি।

 

Victorian Period Summary in Bengali:

ইংরেজী সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি যুগ হচ্ছে ভিক্টোরিয়ান যুগ। এটির সময়কাল ১৮৩২-১৯০১ পর্যন্ত। রানী ভিক্টোরিয়ার নামে এ যুগের নামকরণ হয়। তিনি ১৮৩৭ সালে রাজত্ব শুরু করলেও ভিক্টোরিয়ান যুগ শুরু হয় ১৮৩২ সালে, কারণ নতুন যুগের সাহিত্যিক ধারা তখন থেকেই শুরু হয়। এই যুগকে ‘টেনিসনের যুগ’ (the age of Tennyson) ও বলা হয়। এ যুগকে দুটি ভাগে ভাগ করা যায়ঃ

১। প্রি-রাফেলাইটস যুগঃ(The Pre- Raphaelites period): ১৮৪৮ খেকে ১৮৬০ পর্যন্ত এই বারো বছরের সময়কালে রাফেল (কবি, শিল্পি, শিল্প সমালোচক) পূর্ব যুগের শিল্পধারা চলমান ছিল।

২। এস্থেটিক যুগঃ (The Aestheticism Period): ভিক্টোরিয়ান যুগের শেষ দুই দশক (১৮৮০-১৯০১) হচ্ছে Aesthetic (শৈল্পিক সৌন্দর্য) যুগ। ‍এটি একটি শিল্প আন্দোলন ছিল, যা শিল্পের অন্তর্নিহীত অর্থকে গুরুত্ব না দিয়ে তার প্রকাশনা/চিত্রায়ণকে গুরুত্ব দেয়।


Victorian period writers:

    Matthew Arnold - ম্যাথিউ আর্নল্ড (১৮২২-১৮৮৮):  মেথিউ আরনল্ড ভিক্টোরিয়ান যুগের একজন প্রতিভাবান লেখক ছিলেন। ১৮৫৭ সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘কবিতা’র একজন নির্বাচিত প্রফেসর ছিলেন। তাঁর বিখ্যাত কবিতাগুলো হলঃ Dover Beach, Thyrsis, The Scholar Gipsy ইত্যাদি।

    Alfred Tennyson - আলফ্রেড টেনিসন (১৮০৯-১৮৯২): আলফ্রেড টেনিসনকে ভিক্টোরিয়ান যুগের প্রতিনিধি কবি হিসেবে বিবেচনা করা হয়। তিনি ‘dramatic monologue’নামক কবিতার ধারা চালু করেন। জীবদ্দশায় তিনি বিভিন্ন বিখ্যাত কবিতা রচনা করেন। যেমনঃ Ulysses, Tithonus, Crossing the Bar, The Lotos Eaters ইত্যাদি।

    Robert Browning - রবার্ট ব্রাউনিং (১৮১২-১৮৮৯): রবার্ট ব্রাঊনিং কে dramatic monologue এর উস্তাদ বলা হয়ে থাকে। তিনি আধ্যাত্মিকতার কবি ছিলেন। তাঁর বিখ্যাত কবিতাঃ My Last Duchess, Andrea Del Sarto, Fra Lippo Lippi.

    George Eliot - জর্জ এলিয়ট (১৮১৯-১৮৮০): জর্জ ইলিয়টের পুরো নাম Mary Ann Evans. তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন ইংরেজ মহিলা কবি ও ঔপন্যাসিক। তাঁর বিখ্যাত সাতটি উপন্যাসঃ The Mill on the Floss, Scenes of Clerical Life, Adam Bede, Silas Marner, Romola, এবং Middlemarch.


(Comment your opinion below if it is helpful and see our lectures in channel)





Comment Here:

Post a Comment (0)
Previous Post Next Post