Theory Test in Bengali, DVLA Driving Theory Test Tips, TRY.FULFIL, DVLA driving theory test in Bengali, dvla theory test tips bangla, theory test bangla, driving theory test bangla, theory test suggestions, theory test suggestions bangla, theory test tips and tricks, theory test tips and tricks bangla. Theory test uk, theory test uk in Bangla.
Theory Test in Bengali | DVLA Driving Theory Test Tips | TRY.FULFIL |
ড্রাইভিং লাইসেন্সের গুরুত্বঃ (Importance of UK driving Licence):
UK তে Driving লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি আইডি। প্রথমেই এটি ১০ বছরের জন্য আইডি কার্ড হিসেবে ব্যবহৃত হয়। আর প্রায় প্রত্যেকটি জব/কাজের ক্ষেত্রে লিখা থাকে Driving Licence Required / Driving Licence Preferred. বিশেষ করে যারা বড় শহরগুলো ছাড়া লকাল এরিয়ায় থাকেন, তাদের কাজ ও চলাফেরার জন্য Driving Licence ফরজের মত। তারপর ফ্রি স্পন্সরশিপ (দুই নাম্বারগুলো না) পেতে ড্রাইভিং লাইসেন্স অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
থিওরি টেস্ট কী? (What’s Theory Test)
UK তে Driving Licence পেতে হলে প্রথমে Theory Test দিতে হয়। এই টেস্টের পর Practical Test পাস করতে হয়। তারপর সম্পূর্ণ লাইসেন্স পাওয়া যায়। থিওরি টেস্ট পাস করলেই পরে Practical Test দেয়া যায়। তবে Practical Test এর লেসন থিওরি প্রিপারেশনের সময়েও নেয়া যায়। (বেশিরভাগ ইংলিশরা আগে প্রেকটিক্যাল এর লেসন নেয়া শুরু কওে, তারপর থিওরি পাস করেই প্রেকটিক্যাল টেস্ট দিয়ে দেয়) তবে আমরা যারা বিদেশি এবং যাদের ইংলিশ ভাল না, তারা আগে থিওরি পাস করে পরে প্রেকটিক্যাল লেসন শুরু করলে ভাল হয়। Theory Test এর মেয়াদ থাকে ২ বছর। তাই, দুই বছরের মধ্যেই Practical Test পাস করতে হয়। এই সময় পার হয়ে গেলে আবার নতুন করে থিওরি টেস্ট দেয়া লাগে।
DVLA Theory Test এর পরীক্ষা পদ্ধতি:
Driving
Theory Test এ দুটি অংশ থাকে:
- Theory.
- Hazard Perception.
১. Theory - এর মধ্যে মোট ৫০ টি MCQ প্রশ্ন থাকে। এর মধ্যে পাস করতে হলে ৪৩ টি সঠিক উত্তর করতে হয়। এর কম করলে পাস দেয়া হয় না। এই প্রশ্নগুলোর মধ্যে সঠিক উত্তর, ছবি এবং ভিডিও এ তিন রকম প্রশ্ন হয়। পরীক্ষা শেষ হওয়ার পরে উত্তরগুলো আবার চেক করা যায়।
২. Hazard Perception – এই অংশে ১৪টি ভিডিও দেয়া থাকে এবং ১৩ টি ভিডিওতে ১টি করে Hazard থাকে। শুধুমাত্র ১টি ভিডিওতে ২টি Hazard থাকে। সর্বমোট ১৫টি Hazard । প্রত্যেকটি Hazard এ ৫ করে মার্ক থাকে, মানে মোট ৭৫ মার্ক। এর মধ্যে ৪৪ পেলে পাস এবং এর কম পেলে ফেল। Theory এবং Hazard Perception দুইটিতেই পাস মার্ক পেতে হয়। একটিতে বেশি মার্ক পেলে আর অন্যটিতে পাস না করলে পাস হয় না। Hazard এ প্রতিটি ভিডিও একবারই দেখা যায়, সুতরাং সঠিক হয়েছে কিনা তা যাচাই করার সুযোগ থাকে না।
Hazard
Perception – বলতে কী বুঝায়?
Hazard বলতে এখানে বোঝায় বিপদ/এক্সিডেন্টের সম্ভাবনা। ভিডিও দেখার সময় যখনই দেখা যাবে কোনো এক্সিডেন্ট হতে যাচ্ছে/ সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন সাথে সাথে মাউসে (মোবাইলে প্রেকটিসের সময় স্ক্রীনে) ক্লিক করতে হবে। যত দ্রত এবং সঠিক জায়গায় কিøক করবেন তত বেশি মার্ক (৫ এর মধ্যে) পাবেন। বিপদের/এক্সিডেন্টের দৃশ্য শেষ হওয়ার পর অথবা শুরু হওয়ার আগে কিøক করলে কোন মার্ক পাওয়া যাবে না।
বই থেকে পড়ব নাকি এপ থেকে পড়ব? Theory Test Preparation – Book or
App:
Theory
Test Preparation এর জন্য বিভিন্ন Book রয়েছে
এবং Theory 4 in 1 নামক
Paid App রয়েছে। এখন আপনি বই থেকে পড়বেন নাকি App থেকে
পড়বেন সেটা নির্ভর করবে আপনার অবস্থা এবং অভ্যাসের উপর। যারা বই পড়ে অভ্যস্ত, অনেক
সময় পান এবং নোট করে পড়তে চান, তারা
বই থেকে পড়তে পারেন।
যারা মোবাইলে স্বস্তি বোধ করেন, কাজের মাঝে মাঝে পড়তে হয়, সময় কম থাকে - তারা মোবাইল এপ থেকে পড়তে পারেন। তবে মোবাইলে মক টেস্ট দেয়ার সুযোগ ভাল এবং Hazard Perception প্রেকটিস করা যায়, তাই আমার মনে হয় মোবাইলে এপ থেকে পড়লে কম সময়ে প্রস্তুতি নেয়া যাবে।
এপ থেকে কীভাবে পড়তে হয়? How to practice from app:
Theory Test Preparation এ
এপ থেকে পড়ার সময় এপ এ গুরুত্বপূর্ণ কিছু সেটিংস করে নিতে হবে। এবং সকল প্রশ্ন একবারের জন্য পড়ে শেষ করতে হবে। কোনো প্রশ্নই মুখস্ত করার প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ তথ্যগুলো শুধু মনে রাখতে হবে। মনে রাখবেন, পরীক্ষায়
প্রশ্নগুলো শুধু বাক্য পরিবর্তন বা ভিন্নভাবে উপস্থাপন করে দেয়া হয়, মূল
তথ্য একই থাকে। এপ এর সেটিংস কিভাবে করতে হবে এবং সহজে কম সময়ে কিভাবে প্রস্তুতি নেয়া যাবে - তা
নিচের ভিডিওতে আমি বিশদভাবে ছবিসহ বর্ণনা করেছি। নিচের ভিডিওটি দেখুনঃ
Hazard
Perception Tips – Hazard এ কীভাবে পাস করা যায়?
Hazard Perception এ ভিডিও শুরু হওয়ার পর আপনাকে খুবই মনযোগ দিয়ে দেখতে হবে কখন দূর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখার সাথে সাথে স্ক্রিনে (পরীক্ষার সময় মাউসে) ক্লিক করতে হবে। Hazard এর যত শুরুতে ক্লিক করবেন, ৫মার্ক পাবেন, যত দেরি করবেন ৪,৩,২,১ এরকম কমতে থাকবে। আর শেষ হওয়ার পর Click করলে কোনো মার্ক পাবেন না। Hazard এর দৃশ্য খুব দ্রুত (কয়েক সেকেন্ডের মধ্যে) সংগঠিত হয়,তাই খুবই মনযোগ দিয়ে প্রস্তুত থাকতে হবে।
- Hazard এ অনেকেই 3 Click Method এর পরামর্শ দিয়ে থাকেন। এ পদ্ধতিতে Hazard দেখার সাথে সাথে একসাথে ২/৩টি Click করবেন। কারণ, প্রথম Click এ যদি সঠিক জায়গা মিস করেন, তবে পরের Click এ সেটি ধরতে পারবেন অথবা কাছাকাছি মার্ক ৪/৩/২ পাবেন।
- তবে মনে রাখতে হবে, অনবরত যদি Click করতেই থাকেন, তাহলে সেটি Disqualified হয়ে যাবে এবং আপনি কোনো মার্ক পাবেন না।
- তারপর যদি একটু সময় পরপর একের পর এক কিøক করে যান, তখনও কোনো মার্ক পাবেন না।
- অনেকেই মনে করেন Hazard Perception খুবই সহজ। তাই এটাতে তেমন গুরুত্ব দেন না, তারপর পরীক্ষায় ফেল করেন। মনে রাখতে হবে Hazard Perception এ ফেল করলে আপনি থিওরিতেও ফেল। আবার পরীক্ষা দিতে হবে।
প্রশ্ন-উত্তরঃ
UK driving Licence এর মেয়াদ কত বছর?
- উত্তরঃ ১০ বছর।
UK driving Licence কেন গুরুত্বপূর্ণ?
- উত্তরঃ এটি ১০ বছরের জন্য আইডি হিসেবে ব্যবহৃত হয়, জব পাওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্স প্রথম শর্ত হিসেবে ধরা হয় অনেক ক্ষেত্রে, লকাল এলাকায় চলাফেরার জন্য নিজের কার থাকা খুবই দরকার হয়, স্পন্সরের জন্য UK driving Licence প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে।
UK driving
Licence এর কয়টি টেস্ট থাকে?
- উত্তরঃ দুটি। Theory Test এবং Practical Test
Theory
Test এর মেয়াদ কত বছর থাকে?
- উত্তরঃ ২ বছর।
Theory
Test এ কয়টি অংশ থাকে?
- উত্তরঃ দুটি। Theory এবং Hazard perception.
Theory তে
কয়টি প্রশ্ন থাকে এবং কত পেলে পাস?
- উত্তরঃ মোট ৫০ টি প্রশ্ন এবং ৪৩ পেলে পাস।
Hazard
perception এ কয়টি প্রশ্ন থাকে এবং কত পেলে পাস।
- উত্তরঃ Hazard perception এ মোট ৭৫ মার্ক থাকে, এর মধ্যে ৪৪ পেলে পাস।
Hazard
perception এ কয়টি ভিডিও থাকে এবং কয়টি Hazard
থাকে?
- উত্তরঃ Hazard perception এ মোট ১৪ টি ভিডিও থাকে। প্রত্যেকটিতে ১টি করে Hazard থাকে, শুধুমাত্র ১টি ভিডিওতে ২টি Hazard থাকে।
Theory
Test এর App
কি Free
নাকি Paid?
- উত্তরঃ থিওরি টেস্টের এপ Theory 4 in 1 একটি Paid এপ। Free অনেকগুলো এপ পাওয়া যায়, তবে সেগুলো পড়ে তেমন কোনো কাজ হয় না।
Theory এবং
Hazard দুটিতেই কি পাস করতে হয়?
- উত্তরঃ হ্যা। Theory and Hazard দুটিতেই পাস মার্ক পেতে হয়। একটিতে ফেল করলে দুইটাতেই ফেল।
Theory
Test Registration এর ফি কত?
- উত্তরঃ Theory Test Registration এর ফি ২৩ পাউন্ড
Practical
Test Registration এর ফি কত?
- উত্তরঃ Practical Test Registration এর ফি সাধারণত ৬২ পাউন্ড। আর হলিডের দিনে বা সপ্তাহিক বন্ধের দিনে হলে ৭৫ পাউন্ড।
(এই লিখাটি পড়ে আপনার কোনো উপকার হয়েছে কিনা এবং আপনার কোনো প্রশ্ন আছে কিনা, তা নিচে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। সকাল সকাল গাড়ি চালানো শুরু করুন এই কামনা বোম বোম বোম.. আসসালামু আলাইকুম।)