SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

Macbeth Summary in Bengali | Macbeth Character List in Bangla | Try.Fulfil Bangla

Macbeth Summary in Bengali, Macbeth Bangla Summary, Macbeth by Shakespeare Bangla Summary, Macbeth Character List in Bangla , saiful munna blog, Try.Fulfil Bangla

 

  • Name: Macbeth.
  • Author: William Shakespeare.
  • Performed: 1606. (প্রথম লিখা হয়)
  • Published in: 1623.
  • Genres (রচনার ধরণ): Drama, Tragedy, Fiction.

 

Macbeth Bangla Summary:

- Short Summary: সংক্ষিপ্ত কাহিনী:

by SAIFUL MUNNA. 


Macbeth হচ্ছে W. Shakespeare এর একটি অন্যতম নাটক এটি ১৬০৬ সালে তিনি রচনা করেন এবং ১৬২৩ সালে এটি প্রথম প্রকাশিত হয় এই নাটকে একজন উচ্ছাভিলাসী স্কটিশ আর্মি জেনারেল ম্যাকবেথ (Macbeth) এর কাহিনী বর্ণিত হয়েছে Macbeth তার বউয়ের (Lady Macbeth) দ্বারা প্ররোচিত হয়ে স্কটল্যান্ডের রাজা ডানকানকে (Duncan) হত্যা করে এবং রাজা হয় কিন্তু সর্বশেষে সেও তার বিরোধীদের হাতে নিহত হয়

 

Macbeth Summary in Bengali, Macbeth Bangla Summary, Macbeth by Shakespeare Bangla Summary, Macbeth Character List in Bangla , saiful munna blog, Try.Fulfil Bangla
Macbeth Bangla Summary

Macbeth Character List in Bangla: চরিত্রসমূহ:

by- TRYDOTFULFIL

  • Macbeth: নাটকের প্রধান চরিত্র, Glamis এর Thane (Thane একটি পদবি).
  • Lady Macbeth:ম্যাকবেথ এর স্ত্রী, নাটের গুরু
  • Duncan: স্কটল্যান্ডের রাজা
  • Donalbain: রাজা ডানকান এর ছেলে
  • Malcolm: রাজা ডানকানের আরেক ছেলে ম্যাকবেথের মৃত্যুর পর রাজা হয়
  • Banquo:ম্যকবেথ এর বন্ধু, তারই নির্দেশে তাকে হত্যা করা হয়
  • Fleance: বেনকু এর ছেলে সে জীবীত থাকে
  • Macduff: একজন গণ্যমান্য ব্যক্তি
  • Lady Macduff and Son: ম্যাকডাফ এর ছেলে ও স্ত্রী
  • The Doctor: লেডি ম্যাকবেথের চিকিৎসক
  • Three Witches: তিন জাদুকরী তারা প্রথমে সব কিছুর ভবিষ্যদ্বাণী করে

 

Macbeth Summary in Bengali: বিস্তারিত সামারী:

by: TRY DOT FULFIL.

 

নাটকের প্রথম অঙ্কে স্কটল্যান্ডের একটি খালি মাঠ দিয়ে দুই বন্ধূ Macbeth and Banquo হেঁটে যাচ্ছিল হঠাৎ তিনজন রহস্যময়ী মেয়ে (Three strange women/witch) উপস্থিত হয় তারা তাদেরকে কিছু ভবিষ্যদ্বানী করে সেগুলো হল:

. ম্যাকবেথ একসময় Cawdor এর Thane হবে

. তারপর সে স্কটল্যান্ডের রাজা হবে

. বেনকু এর বংশধররা একসময় স্কটল্যান্ড শাসন করবে

এগুলো বলার পর তারা অদৃশ্য হয়ে যায়

কিছুদিনের মধ্যেই ম্যাকবেথ Cawdor এর Thane হয়ে যায় এক সময় রাজা ডানকান (Duncan) তার Inverness দূর্গ ভ্রমনে আসার কথা বলেন

 

Macbeth এর ২য় অঙ্কে ম্যাকবেথের দূর্গে রাজা ডানকান ভ্রমণে আসেন ইতোমধ্যে ম্যাকবেথ ও তার বউ লেডি ম্যাকবেথ পরিকল্পনা করে রাজাকে হত্যা করার তারা সবার ঘুমিয়ে পড়ার অপেক্ষায় থাকে। সুযোগ বুঝে লেডি ম্যাকবেথ দরজার প্রহরীদের ঔষধমিশ্রিত মদ খাইয়ে দেয়। ম্যাকবেথকে সে প্ররোচিত করে রাজা ডানকানকে হত্যা করার জন্য। ম্যাকবেথ স্ত্রীর কথামত ডানকানকে হত্যা করে। তখন একজন রাজসভার গুরুত্বপূর্ণ ব্যক্তি ম্যাকডাফকে(Macduff) তারা আসতে দেখে। ম্যাকবেথ তখন ঘুমন্ত প্রহরীদের হত্যা করে - ম্যাকডাফকে বুঝায় যে, সে রক্তাক্ত খঞ্জর দেখে তাদের হত্যা করেছে। তখন রাজা ডানকানের  দুই ছেলে ‘ম্যালকম ও ডনালবেইন’(Malcolm & Donalbain) পালিয়ে যায় এবং ম্যাকবেথ তাদেরকেই তাদের বাবার হত্যার জন্য দোষী সাব্যস্ত করে।

(BY Saiful Munna Blog)

Macbeth - Shakespeare এর ৩য় অঙ্কে ম্যাকবেথকে স্কটল্যান্ডের রাজা করা হয়। রাজা হওয়ার পর সে শান্তিতে থাকতে পারে না। তার মধ্যে ভয় কাজ করে, যেহেতু জাদুকরী তিন বোন বলেছিল - তার বন্ধু ব্যানকু(Banquo) এর উত্তরাধিকারীরা পরবর্তী রাজা হবে। তখন তার নির্দেশে তারই বন্ধু ব্যানকুকে হত্যা করা হয়। তবে ভাগ্যক্রমে ব্যানকুর ছেলে ফ্লিনস (Fleance) পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিন রাতে ভোজসভায় (Banquet) ম্যাকবেথ তার মৃত বন্ধু ব্যনকু এর ভুত দেখতে পায়। তখন লেডি ম্যাকবেথ অনুষ্ঠান বাতিল করে।

 

Macbeth - Drama এর ৪র্থ অঙ্কে ম্যাকবেথ আবার সেই তিন জাদুকরী রহস্যময়ী মেয়েদের খুঁজে, যারা তাকে এবার ভবিষ্যৎবাণী করে যে, “ম্যাকবেথ ততক্ষণ মারা যাবে না - যতক্ষণ বিরনাম গাছ (Birnam wood) তার দিকে এগিয়ে আসে এবং সাধারণভাবে জন্ম নেয়া কেউ তাকে হত্যা করতে পারবে না। তারা আবারও বলে যে, বেনকুর বংশধররাই পরবর্তী রাজা হবে।”

ম্যাকবেথ তখন ম্যাকডাফের পরিবারের সবাইকে হত্যা করে। ম্যাকডাফ পালিয়ে চলে যায় ম্যালকমের (নিহত রাজা ডানকানের ছেলে) কাছে। সেখানে সে ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধ করতে ম্যালকমকে প্রস্তুত করে।  (Written by: TRY.FULFIL)

 

Macbeth এর ৫ম অঙ্কে ম্যাকবেথ ডানসিনেন (Dunsinane) দূর্গে অবস্থান নেয়। তখন সে খবর পায় বিরনাম গাছ তার দিকে এগিয়ে আসছে। ডানকানের ছেলে ম্যালকম সেনাবাহিনী নিয়ে আসছে ম্যাকবেথকে আক্রমণ করতে। তারা গোপনীয়তার জন্য বিরনাম গাছের ডাল সাথে করে আনছিল।

তখনই লেডি ম্যাকবেথের আত্মহত্যার ঘটনা ঘটে। সে ঘুমের মধ্যে হাঁটাহাঁটির রোগে (Sleep walking) আক্রান্ত হয়। একদিন এই অবস্থায় সে তার ডাক্তারকে ডানকান হত্যার গোপন তথ্য ফাঁস করে দেয়। একসময় সে আত্মহত্যা করে। ম্যাকবেথ এটি  ‍শুনে খুবই ব্যাথিত হয়।


যুদ্ধ শুরু হয়ে চলতে থাকে। একদিকে ম্যাকবেথের সৈন্য, অন্যদিকে ম্যাকডাফ ও ম্যালকমের যেীথবাহিনী। ম্যাকবেথ একপর্যায়ে ম্যাকডাফের মুখোমুখি হয়। সে জানতে পারে ম্যাকডাফ সাধারণভাবে জন্ম নেয়া মানুষ না, সে সিজারে জন্ম নিয়েছে। সব ভবিষ্যৎবাণী সত্যি হয় এবং ম্যাকবেথ পরাজিত হয় এবং হত্যা হয়।

ম্যাকবেথের মৃত্যুর পর রাজা হয় আগের রাজা ডানকানের ছেলে ম্যালকম।

 

Written by: Saiful Munna, Honours in English, NUBD.

Edited by: TRY DOT FULFIL English Literature.


MACBETH BANGLA LECTURE. 


 

 

* সামারীটি কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন। খুশি হব। আমাদের চ্যানেল ও ইংরেজী সাইট দেখতে পারেন। ধন্যবাদ।


Comment Here:

Post a Comment (0)
Previous Post Next Post