ইসলাম ধর্ম ও খ্রিষ্টান ধর্মে নবী-রাসুলগণ, ইসলাম ধর্ম ও খ্রিষ্টান ধর্ম, ইবরাহীমী ধর্ম, আব্রাহামীয় ধর্ম, saiful munna blog.
ইবরাহীমী ধর্ম / আব্রাহামিক / সেমিটিক / আব্রাহামীয় ধর্ম:
নবী ইবরাহীমের (আ)ইতিহাসের সাথে মিল রয়েছে এবং একজন
স্রষ্টায় বিশ্বাসকারী ধর্মগুলোকে ইবরাহীমী ধর্ম বলা হয়। এর মধ্যে রয়েছে - ইসলাম
ধর্ম, খ্রিষ্টান ধর্ম, ইহুদি ধর্ম, বাহাই ধর্ম। তবে খ্রিষ্টান ধর্ম ত্রিত্ববাদে
বিশ্বাস করায় মুসলিম ও ইহুদিরা খ্রিষ্টানদেরকে মুশরেক বলে থাকে।
ইসলাম ধর্ম ও খ্রিষ্টান ধর্মে নবী-রাসুলগণ | ইসলাম ধর্ম ও খ্রিষ্টান ধর্ম. |
জনসংখ্যায় পৃথিবীর দুটি বৃহৎ ধর্ম হচ্ছে ইসলাম
ধর্ম ও খ্রিষ্টান ধর্ম (খ্রিষ্টান ১ম, ইসলাম ২য়)। ইসলাম ধর্ম ও খ্রীষ্টান ধর্ম
দুটি হচ্ছে ইবরাহীমী ধর্মের অনুসারী। দুই ধর্মের মধ্যে বিভিন্ন দিক থেকে মিল
রয়েছে। তার একটি হচ্ছে নবী-রাসুল। দুই ধর্মের অনেক নবী সমান, যদিও তাঁদের নাম ভিন্ন।
তবে নবীগণের ইতিহাস বর্ণণায় ইসলাম ধর্ম ও খিষ্টান ধর্মে কিছু ব্যতিক্রম রয়েছে।
এখানে ইসলাম ও খ্রিষ্টান ধর্মে উল্লিখিত কিছু নবী রাসুলগনের নাম উল্লেখ করা হল।
আল্লাহ তাঁদের উপর শান্তি বর্ষণ করুন। আমিন।
ইসলাম ধর্ম - খ্রিষ্টান ধর্ম
______ ______- আদম - এডাম
- ইদ্রিস - ইনচ
- নূহ - নুআহ
- ইবরাহীম - আব্রাহাম
- ইসমাইল - ইসমায়েল
- ইসহাক - আইজ্যাক
- ইয়াকুব - জেকব
- ইউসুফ - জোসেফ
- লূত - লুত
- আইয়ুব - জব
- শুআইব - জেথ্রো
- হারুন - এরন
- মূসা - মজেজ
- ইউশা - যশু
- সামুইল - সেমুয়্যাল
- দাউদ - রাজা ডেভিড
- সুলায়মান - সলোমন
- উযাইর - এযরা
- ইলিয়াস - ইলিয়াস/এলিজাহ
- আল ইয়াসা - এলিসা
- ইউনুস - জোনাহ/জোনাস
- যুল কিফল - এযেকিয়্যাল
- দানিয়াল(শিয়া) - দানিয়্যাল
- যাকারিয়া - যেকারায়া
- ইয়াহইয়া - জন দ্যা ব্যাপ্টিস্ট
- ঈসা/মসিহ - জেসাস ক্রাইস্ট (ইহুদিরা তাঁকে স্বীকৃতি দেয় না)
(আলাইহিম আস সালাম - তাদের উপর শান্তি বর্ষিত
হোক)
* মুহাম্মাদ স: (ইসলামের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী,
তবে ইহুদি এবং খ্রিষ্টানরা তাঁকে স্বীকৃতি দেয় না)
* খ্রিষ্টান ধর্মে আরো অনেক নবী রয়েছেন, যাদের কথা
ইসলাম ধর্মে উল্লেখ নেই। তবে ইসলাম ধর্মে ১২৪০০০/২২৪০০০ জন নবী ছিলেন বলে বিশ্বাস
করা হয়।
* নবীদের সময়কার বিশিষ্ট কিছু নারী:
ইসলাম ধর্ম - খ্রিষ্টান ধর্ম
_____ ______
- হাওয়া - ইভ (আদম আ: এর স্ত্রী)
- সারা - সারা (ইবরাহীম আ: এর ১ম স্ত্রী, ইসহাক আ: এর মা)
- হাজেরা/হাজর - হেগা (ইবরাহীম আ: এর ২য় স্ত্রী, ইসমাইল আ: এর মা)
- মরিয়ম - মা মেরি (ঈসা আ: বা যিশুর কুমারী মা)
* আলাইহিমাস সালাম।
> ইসলামে কে সর্ব প্রথম বৃদ্ধ ভাতা চালু করেন?
(আপনার মন্তব্য কমেন্ট সেকশনে লিখতে পারেন, পড়ার জন্য ধন্যবাদ)