SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

Poetics Summary in Bangla, Poetics Bangla Summary, Try.Fulfil

Poetics Summary in Bangla, Poetics Bangla Summary, Poetics by Aristotle Summary in Bengali, Poetics by Aristotle Bangla Summary, Try Dot Fulfil, Saiful Munna Blog.

 

আমাদের সিলেবাসে Aristotle এর Poetics এর ১৬ টি অধ্যায় (১-১৪, ২৪, ২৬) আছে। এখানে সংক্ষিপ্ত আকারে সবগুলোর গড় সামারি দেয়া হল:


Poetics summary in bangla
Poetics Bangla Summary, Saiful Munna


Poetics Summary in Bangla : Saiful Munna:

Poetics Aristotle কবিতার বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছেন। তাছাড়া কবিতার গঠন, এর বিভিন্ন উপাদান নিয়েও আলোচনা করেছেন। তিনি এখানে কবিতার বিভিন্ন প্রকার যেমন epic, tragedy, comedy, dithyrambic poetry এবং Music এর বিভিন্ন প্রকার নিয়েও কথা বলেন।


* তাঁর মতে, Tragedy এর উৎপত্তি হয়েছে মানুষকে তার বাস্তব অবস্থা থেকে বেশি মহৎ করে দেখানোর প্রচেষ্টা থেকে। আর Comedy মানুষকে তার বাস্তব অবস্থা থেকে নিচু অবস্থানে দেখায়। Epic বা মহাকাব্য ট্রাজেডির মত মানুষকে মহৎ করে প্রদর্শন করে।

Poetics Bangla Summary: Try.Fulfil]

* তারপর Poetics Aristotle ট্রাজেডির ৬টি উপাদানের কথা বলেন। Plot বা পটভূমি (কাহিনী), Character, Thought, Diction (শব্দচয়ন), Spectacle (দৃশ্য), Song.

Plot হল ট্রাজেডির মূল। বাকি সব কিছু এই Plot এর উপর নির্ভর করে। Plot এর শুরু, মধ্যবর্তী অবস্থা এবং শেষ থাকে। Plot এর ৪টি উপাদান রয়েছে: Astonishment (বিস্ময়), Reversal (উলটপালট), Recognition (স্বীকৃতি), Suffering (ভোগান্তি)


* এরপর Poetics Aristotle চরিত্র বা Character নিয়ে আলোচনা করেন। কবি তার হিরো এর কিছু গুণ নিশ্চিত করবেন। প্রথমে হিরো হতে হবে একজন ভাল মানুষ (Good)। তিনি তার কথাবার্তায় (Moral Purpose) নীতি নৈতিকতা প্রকাশ করবেন। দ্বিতীয়ত, হিরো উপযুক্ত  (Propriety) হতে হবে বা তার পুরুষের মত শেীর্যবীর্য (Manly Valor) থাকতে হবে। তৃতীয়ত, নায়ককে বাস্তব জীবনের সাথে সম্পর্কযুক্ত হতে হবে (True to Life)। [বাংলা সিনেমার নায়কদের মত বাতাসে উড়ে এসে নায়িকাকে ৫০ জন গুন্ডার কাছ থেকে উদ্ধার করার মত আলতু ফালতু বিষয় থাকবে না - Saiful Munna’র মন্তব্য] চতুর্থত, হিরো বা নায়ককে দৃঢ়চেতা (Consistent) হতে হবে।


 Read More:

Poetics Summary in Bangla

An Apology for Poetry Bangla Summary

Preface to Shakespeare Bangla Summary

Preface to Lyrical Ballads Bangla Summary

Biographia Literaria Summary in Bangla


* পরে Poetics Aristotle ট্রাজেডি আর ইপিক এর মধ্যে কিছু পার্থক্য উল্লেখ করেন। প্রথমত, ইপিকে কোন গান বা দৃশ্য (Song or Spectacle) দেখান হয় না। ২য়ত, ইপিকের কাহিনী একটি মাত্র স্থানে সীমাবদ্ধ থাকে না,যা ট্রাজেডিতে থাকে।


* Poetics Aristotle অনুকরণ বা Imitation নিয়ে কথা বলেন। একজন কবি জীবনের প্রত্যেকটি বিষয়কে অনুকরণ করেন এবং তা কবিতায় রুপ দেন।


* তারপর তিনি ট্রাজেডিকে ইপিক (Epic) থেকে উপরের স্তরের বলে মত দেন, যদিও অন্যান্য সমালোচকরা ইপিককে বেশি গুরুত্ব দিয়েছেন।


 Written by - Saiful Munna, NUBD.

পড়ার জন্য ধন্যবাদ। কমেন্টে বক্সে মতামত লিখে গেলে খুশি হব।





5 Comments

Comment Here:

Post a Comment
Previous Post Next Post