An Apology for Poetry Summary in Bangla, Try.Fulfil, An Apology for Poetry Bangla Summary, An Apology for Poetry by Philip Sidney Bangla Summary, An Apology for Poetry, Saiful Munna Blog.
Name: An Apology for Poetry / The Defence of Poesy.
Writer: Sir Philip Sidney.
Published in 1595.
Subject: Reply of Stephen Gosson / Defending Poetry.
-
The School of Abuse.
Stephen Gosson.
Published in 1579.
(Attacks actors, playwrights, Poets)
An Apology for Poetry Summary in Bengali, Try.Fulfil |
An Apology for Poetry Summary in Bangla:
by Try Dot Fulfil:
Stephen Gosson নামের একজন Puritan খ্রিষ্টান
তার The School of Abuse তে কবিতা সম্পর্কে বিরুপ মন্তব্য করেন এবং কবিতা
লেখার উপর চারটি অভিযোগ আনেন।
তার এ লিখার উত্তরস্বরুপ এবং কবিতা শিল্পকে
সমর্থন করে এর গুরুত্ব ব্যখ্যা করে আরেকটি পাল্টা বই লিখেন। এটিই হচ্ছে আমাদের An
Apology for Poetry.
An Apology for Poetry Bangla Summary:
Saiful Munna Blog:
Stephen Gosson তার বইতে কবিতা লিখার সমালোচনা করেন এবং কবিতার
উপর চারটি অভিযোগ দায়ের করেন। তার আনা অভিযোগগুলো হল:
1. Poetry is the waste of time - কবিতা
সময়ের অপচয় মাত্র।
2. Poetry is the mother of lies -কবিতা
মিথ্যার জন্মদাতা।
3. It is nurse of abuse - কবিতা সকল অপকর্মের হোতা।
4. Plato had rightly banished the poets from his ideal world
- প্লেটো তার কল্পরাজ্য থেকে সব কবিদের বিতাড়িত করেছিলেন।
An Apology for Poetry by Philip Sidney Bangla Summary:
- Saiful Munna.
এখন Sir Philip Sidney তার An
Apology for Poetry তে এগুলোর খন্ডন করেছেন। তার খন্ডন করা
যুক্তিগুলো নিচে দেয়া হল:
1. Poetry is the waste of time - কবিতা
সময়ের অপচয় মাত্র।
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় Sir Philip
Sidney বলেন, কবিতা হচ্ছে জ্ঞান ও সভ্যতার শক্তি। কবিতাই হচ্ছে একমাত্র
শক্তি যা একসাথে মানুষকে আনন্দিত করে এবং শিক্ষা দেয়। এটি মানুষকে উত্তম গুনাবলী
শিক্ষা দেয়। তিনি এখানে গ্রিক এবং রোমানদের মাধ্যমে কবিতার ঐতিহাসিক গুরুত্ব
ব্যাখ্যা করেন।তিনি বলেন, রোমান সভ্যতায় কবিদের vates বা
prophets বলে ডাকা হত। গিকরা কবিদের poiein বলত যার
অর্থ to make । তারা কবিদের দেবতাদের আশীর্বাদপ্রাপ্ত
স্বর্গীয় ক্ষমতার অধিকারী মনে করত।
সুতরাং কবিতা কখনোই ‘Poetry is the waste of
time - কবিতা সময়ের অপচয় মাত্র’ হতে পারে না।
Read More:
An Apology for Poetry Bangla Summary
Preface to Shakespeare Bangla Summary
2. Poetry is the mother of lies -কবিতা
মিথ্যার জন্মদাতা।
এই অভিযোগের উত্তরে Sir Philip Sidney তার An
Apology for Poetry তে বলেন, কবিরা কখনোই মিথ্যা বলতে পারে না। কারণ,
কবি কথনোই তার লিখাকে সত্য বলে দাবি করে না। যেখানে সে দাবিই করেনা, সেখানে তা
মিথ্যা হওয়ার প্রশ্নই উঠে না।
[ চৌধুরি সাহেবের মেয়ে হয়ে বস্তির ছেলে বিয়ে করার
প্রশ্নই উঠে না - Saiful Munna]
তাছাড়া poetic truth (ভালকে
ভাল আর খারাপকে খারাপভাবে উপস্থাপন) হচ্ছে সার্বজনীন এবং আদর্শিক। তাই কবিতা কখনো ‘Poetry
is the mother of lies -কবিতা মিথ্যার জন্মদাতা’ হতে পারে না।
(By Try Dot Fulfil)
3. It is nurse of abuse - কবিতা সকল অপকর্মের হোতা।
এর উত্তরে An Apology for Poetry তে Sir
Philip Sidney বলেন, কবিতার অপকর্ম করে না বরং মানুষই কবিতার
অপব্যবহার করে। সুতরাং দোষ মানুষের, কবিতার নয়। তিনি কবিতাকে ‘ইতিহাস ও দর্শনের’
উপরে স্থান দেন। তিনি বলেন এগুলো অতীতের হানাহানি, রক্তারক্তির কাহিনী বর্ণনা করে।
যেখানে কবিতা মানুষকে শান্তি ও নৈতিকতার বাণী শোনায়। তারপর এটি মানুষকে জ্ঞানের
আলো দিয়ে আলোকিত করে।
4. Plato had rightly banished the poets from his ideal world
- প্লেটো তার কল্পরাজ্য থেকে সব কবিদের বিতাড়িত করেছিলেন।
এই বক্তব্যের প্রতিবাদে Sir Philip Sidney তার An
Apology for Poetry তে উল্লেখ করেন, প্লেটো তার আদর্শ রাজ্যে কবিতার
অপব্যবহারকে বিতাড়িত করেছেন, কবিদের নয়। বরং তার নিজের মধ্যেই কবিত্ব ছিল। তিনি
সেই সকল কবিদের বিতাড়িত করেন, যারা নিম্নমানের ছিল এবং যারা মানুষকে শিক্ষা দিতে
অক্ষম ছিল।
এই চারটি যুক্তি খন্ডনের পরে An Apology for Poetry তে Sir Philip Sidney আরো কিছু কথা বলেন। তিনি কবিতাকে প্রকৃতির অনুসরণ বলে উল্লেখ করেন। প্রকৃতি অসাড় একটি জিনিস। কবিরাই সুন্দর কথা দিয়ে, ছন্দ দিয়ে প্রকৃতিকে সুন্দর, মনোরম করে তুলে।তিনি কবিতার প্রশংসা করে লিখাটি শেষ করেন।
Written by - Saiful Munna, NU, BD.
Organized by: Try Dot Fulfil English Literature.
- লিখাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আরো লিখতে অনুপ্রাণিত হব।
- An Apology For Poetry - Bangla Lecture.