SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

Of Love Summary in Bengali | Of Love by Francis Bacon Bangla Summary | Saiful Munna

Of Love Summary in Bengali, Of Love by Francis Bacon Bangla Summary, Saiful Munna, Of love in Bengali, Of love Bangla, Francis Bacon Bangla.

Francis Bacon বাংলা (পরিচয়):

Francis Bacon হচ্ছেন একজন ইংরেজ রাজনীতিবীদ ও গদ্য লেখক। তাকে Father of English Prose বলা হয়। তার গদ্যগুলো (Prose) খুবই সংক্ষিপ্ত এবং তথ্যবহুল। তিনি বিস্তারিত কোনো কিছু লিখেন নি, কিন্তু যা লিখেছেন তা খুবই কম শব্দে অনেক বেশি কিছু প্রকাশ করে। তবে লিখাগুলো লিখনী প্রতিভায় ভরপুর।

Of love in Bengali, Of love Bangla, Francis Bacon Bangla.
Of Love by Francis Bacon Bangla Summary, Saiful Munna.



Of Love Summary in Bengali:

Written by: Saiful Munna Blog.

Of Love- Francis Bacon এর অন্যতম একটি রচনা। বাস্তবে ভালবাসা (Love) এবং কল্পনায় বা নাটকে/থিয়েটারে যে ভালবাসা (Love) দেখানো হয় - তার তফাৎ নিয়ে এই রচনায় আলোচনা করা হয়েছে। তাছাড়া প্রকৃত ভালবাসা (Love) এর প্রকৃতি কিরকম হবে, তাও আলোচনা করেছেন লেখক।

প্রথমে Francis Bacon বলেন, Love বা Romance যা নাটকে/থিয়েটারে দেখানো হয়, তা অবাস্তব। নাটকে Love কে দেখানো হয় অনেক মহান বিষয় হিসেবে, যা জীবনে আনন্দ নিয়ে আসে। কিন্তু বাস্তবে Love মানুষের জীবনকে অন্ধকার করে দেয়। ইতিহাস সাক্ষ্য দেয় যে, পৃথিবীতে যারা মহান, উচ্চ পর্যায়ের ও মূল্যবান ব্যক্তি ছিলেন তারা Love এর দুর্বলতা থেকে মুক্ত ছিলেন।


Francis Bacon রোমান রাজপরিবারের দুজন সদস্যের উদাহরণ দেন। তাদের নাম ছিল Marcus AntoniusAppius Claudius. প্রথম জন (Marcus Antonius) উচ্চভিলাসী, ক্ষমতালোভী ছিল এবং LoveLust এর পিছনে ছুটে বেরিয়েছে। পরেরজন (Appius Claudius) ছিল সংযমী, বিচক্ষণ ও প্রজ্ঞাবান। সে কখনো খারাপ ইচ্ছার পিছনে ছুটে নি।

তারপর Francis Bacon একজন গ্রীক দার্শনিকের বক্তব্য তুলে ধরেন। তার নাম ছিল Epicurus. তিনি আত্ব সংযম, আত্ব নিয়ন্ত্রণ ও আত্ব সংবরনের কথা বলেছিলেন। তিনি তার শিষ্যদের দুনিয়ার পিছনে না ছুটতে বলেন। তিনি আরও বলেন, কেউ যেন বিবাদে না জড়ায় এবং অন্যের উপর প্রতিশোধ না নেয়। তিনি মহান ব্যক্তিদের সামান্য একজন মেয়ের ভালবাসার কাছে পরাজিত না হতে এবং নিজেদের জীবনকে দুর্দশাগ্রস্ত না করতে বলেন।

You are Reading…

Of Love by Francis Bacon Bangla Summary:

তারপর Francis Bacon বাধাহীন - বেপরোয়া প্রেমের / ভালেবাসার কথা বলেন, যা মানুষকে ধ্বংস করে ফেলে। তিনি বলেন, এই ধরনের ভালবাসা মানুষকে মূল্যহীন করে তোলে এবং অন্যদের সামনে তাকে তুচ্ছ করে তোলে। তদুপরি, বেকন রোমান্টিক কবিতা সম্পর্কে মন্তব্য করেন, যেসব কবিতায় কবিরা তাদের প্রিয়তমার সৌন্দর্যকে অতিরঞ্জিত করে বর্ণনা করেন। তার কাছে এ ধরনের অতিরঞ্জন কেবল রোমান্স (romance) ও লেখালেখির ক্ষেত্রেই উপযুক্ত, এগুলো বাস্তব জীবনে কখনো দেখা যায় না। একজন প্রেমিক তার পেমিকাকে তোষামোদ করে যে কথাবার্তা বলে, তা তার বুদ্ধি এবং বিচার ক্ষমতার সাথে সাংঘর্ষিক। একজন আত্বমর্যাদাসম্পন্ন মানুষ কখনই তার প্রেমিকাকে মিষ্টি মিষ্টি কথা বলে তার নিজের উপর কর্তৃত্ব করতে দেবে না। Francis Bacon বলেন, একজন জ্ঞানী ব্যক্তির অবশ্যই প্রেম করা উচিত নয় কারণ একই সাথে জ্ঞানী হওয়া এবং প্রেম করা অসম্ভব।

ব্যর্থ প্রেমে, একজন পুরুষ তার প্রিয়তমার জন্য যে প্রশংসা করে, তা তার চরিত্রের দুর্বলতা হিসেবে ধরে নেয়া হয়। একজন পুরুষের ভালবাসার দুটি ফলে হতে পারে; হয় মহিলাটি একইভাবে তাকে সাড়া দেবে অথবা পুরুষটিকে একজন তুচ্ছ ব্যক্তি হিসেবে দেখবে। তাই বেকন সতর্ক করে দিয়েছেন, প্রেমে পড়ার আগে পুরুষের একটি জিনিস বোঝা উচিত যে, এটি তার আত্মসম্মানের ক্ষতি করবে।

যারা দুনিয়াকে তাদের দৈহিক বাসনা পূরণের জায়গা ছাড়া আর কিছুই মনে করে না, তারা নিজেরা নিজেদের ধ্বংস করে। তারা পৃথিবীতে যৌন আনন্দের জন্য তাদের সমৃদ্ধি এবং জ্ঞান উভয়ই হারায়। যাইহোক, এই দৈহিক আনন্দ যখন অনিয়ন্ত্রিত হয়ে যায়, তা তখন ব্যবসা, সম্পদ এবং স্বাস্থ্যের ধ্বংস ডেকে আনে।

সেনাবাহিনীর সদস্যদের মদের প্রতি আকর্ষণ যেমন থাকে, তেমন প্রেমের প্রতিও বিশেষ আকর্ষণ থাকে। তারপর বেকন পুরুষদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন যে, পুরুষদের অন্যদেরকে ভালবাসার প্রতি বিশেষ ঝোঁক রয়েছে। তারা তাদের ভালবাসাকে সবার সামনে প্রকাশ করে সর্বজনীন করে তোলে এই ধরনের ভালবাসা অনেক কোমল এবং যারা ধার্মিক তাদের মধ্যে এই ধরনের ভালবাসা থাকে। সবশেষে বেকন বলেছেন, বিবাহ থেকে যে প্রেম সৃষ্টি হয় তা মানবজাতির সৃষ্টির মূল উৎস। তারপর বন্ধুত্বের মধ্যে যে প্রেম থাকে তা সঠিক। কিন্তু যৌনতা এ সুন্দর ভালবাসাকে কলুষিত করে এবং নাকাল করে তোলে।

*Please Comment your opinion about this writing.

 

Written by: Saiful Munna, NUBD.

Organized by: Try Dot Fulfil English Literature.

See: All lectures of 3rd Year.

2 Comments

Comment Here:

Post a Comment
Previous Post Next Post