SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

Jane Eyre - Bangla Summary | জেন আয়ার – সামারি | Saiful Munna.

জেন আয়ার – সামারি | Jane Eyre - Charlotte Bronte Summary in Bengali | Jane Eyre Summary in Bangla | Jane Eyre Bangla Summary | Saiful Munna.

 

 একজন এতিম মেয়ে Jane এর কাহিনী।

Jane Eyre Summary in Bangla

Jane Eyre Summary in Bangla | Jane Eyre Bangla Summary, Saiful Munna.




Jane Eyre - Bangla Summary:

By Saiful Munna:

এক দাজ্জাল আন্টির কাছে বড় হয় সে। কাজিনের সাথে মারামারির জন্য মরাঘরে বন্দী করা হয় তাকে। তারপর মিশনারি স্কুলে ভর্তি করায় আন্টি।

স্কুলের হেডমাস্টার ছিল আস্ত শয়তান। Helen নামের একজনের সাথে তার খুব বন্ধুত্ব হয় স্কুলে।

মাহামারীতে স্কুলের হেডসহ অনেকে মারা যায়। Jane শিক্ষীকা হয়। পরে সে পেশা ছেড়ে governess হয়। Rochester নামের একজনের সাথে বিয়ে ঠিক হয়।

বিয়ের দিন জানে Rochester বিবাহিত। বিয়ে ভেঙে যায়। পরে আরেকজন তাকে বিয়ের প্রস্তাব দেয়। তখন সে আবার Rochester এর কাছে ফিরে যায় ও তাকে বিয়ে করে।

 

Jane Eyre - Charlotte Bronte Summary in Bengali:

By Nil Rongga Josna:

এই ঊপন্যাসে পিতৃ-মাতৃহীন অনাথ বালিকা জেন আয়ার। শৈশবেই তার মামা তাকে নিয়ে আসেন নিজের কাছে। মামার মৃত্যুর পরে মামির সংসারে অবহেলা আর অনাদরে বেড়ে ওঠা তার। এক সময় জেনের মামির পরিবারের লোকজন অত্যাচারের মাত্রা বেড়ে উঠলে স্থানীয় এক ডাক্তার জেনকে পাহাড়ি অনাথ আশ্রম এ ভর্তি করে দেন। কিন্তু শিক্ষক ছিলেন কৃপন ও কড়া সভাবের। সে প্রয়োজনীয় জিনিস দিত না। এক সময় এই বিদ্যালয়ে টাইফস নামক রোগ ছড়িয়ে পড়ে। অনেক বালিকা মারা যায় এমনকি জেনের প্রান প্রিয় বান্ধবী ও মারা যায়। জেন পরে এই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করে। পরে জেন থনফিল্ড হল নামের এক বাড়িতে শিক্ষিকা হিসেবে কাজ করে এবং থনফিল্ড হলেই মি. রচেস্টারের সাথে পরিচয় হয়। তারা একে অপরকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় জেন জানতে পারে মি রচেস্টার বিবাহিত ও তার স্ত্রী বন্দি আছে এ বিয়ে তখন ভেঙ্গ যায়। জেন মানসিকভাবে ভেঙ্গে পড়লেও মনোবল হারায় না। সে অন্য জায়গায় চলে যায়। সেখানেও নানা ঘাত প্রতিঘাতের মুখোমুখি হয়ে আবার রচেস্টার কাছে ফিরে আসে। নানা রকম ঘাত, প্রতিঘাত, দ্বন্দ্ব, সংঘাত ও মধুর ভালোবাসায় জড়িত এই ঊপন্যাস।

 

See more: Honours 4th Year - Bangla Lectures>

Jane Eyre Characters:

There are many characters of the novel but the main character is Jane Eyre.

1) Jane Eyre: Jane Eyre is the heroines and the protagonist of the novel.

2) Rochester: He is the main hero of the novel Jane Eyre.

3) Ms. Reed: Jane eyes own aunts and her character contain that she hated jane.

4) John Reed: Jane’s cousin and brother to Eliza and Georgiana.

5) Georgiana and Eliza: they are Ms. Reed daughters and cousins of jane eyre.

6) Bessie lee: servant ay Gateshed

7) Bertha Mason: Rochesters insane wife

8) Adele Varens : Adele is the illegitimate child of opera dancer

9) Grace poole : Bertha Mason keeper at thornfield hall.

10) Miss Temple: Temple is a beautiful and kindly superintend of lowood.

 

There are many themes in the novel of Jane Eyre. But the main /major six kinds of theme in the novel:

Family, Fire and ice, Religion, social position, Gothic elements, love versus Autonomy

 

Jane Eyre Summary in Bangla:

By Shishir kona:


জেন আয়ার - শার্লট ব্রন্টে

উল্লেখযোগ্য চরিত্রসমূহঃ

জেন আয়ার (প্রধান চরিত্র), এডওয়ার্ড রোচেস্টার (থর্নফিল্ডের বাড়ির মালিক), মিসেস রীড, জন রিভার্স, মিসেস টেম্পল, রিচার্ড ম্যাসন, বার্থা ম্যাসন।

 

"জেন আয়ার" উপন্যাসটি দশ বছরের একটি এতিম মেয়েকে নিয়ে রচিত। জেন আয়ার মা বাবা হারিয়ে মামার সাথে গেটসহেড হলের রীড পরিবারে আসে৷ মি. জন রীড, জেনের মামা তার দায়িত্ব নেন৷ জেন এর মামা মৃত্যুর আগে তার স্ত্রী মিসেস রীডের তত্ত্বাবধানে জেনকে রেখে যায়। কিন্তু মামী জেনকে দু'চোখে সহ্য করতে পারে না। মায়ের পাশাপাশি ছেলে মেয়েরাও জেনকে বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে৷ একবার জেনকে রেড রুমে, যেখানে তার মামা মারা গিয়েছিল, বন্ধি করে রাখে। জেন মনে করে তার মামার আত্মা সেখানে ঘুরে বেড়ায় এবংভয়ে জ্ঞান হারিয়ে পড়ে থাকে।

ডাক্তার ডেকে আনলে জেনকে নিয়ে ডাক্তার বের হয় এবং সব কথা শুনে। ডাক্তার মিসেস রীডকে বলে জেনকে দূরে কোনো স্কুলে পাঠিয়ে দিতে৷ জেনকে অনুদানের টাকায় পরিচালিত হয় এমন, লুউড স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেও জেন এক নিষ্ঠুর পরিচালক পায়। কিন্তু স্কুলের প্রধান শিক্ষিকা মিস টেম্পল জেনকে খুব স্নেহ করেন। মিস টেম্পল ও বন্ধু হেলেন বার্নসের ভালোবাসায় জেন স্কুল জীবন শেষ করে সেখানেই চাকরি নেয়। হেলেনের মৃত্যু ও মিস টেম্পলের চলে যাওয়ায় জেন এক ফরাসি মেয়ে, এডিলিকে দেখাশোনার দায়িত্ব নেয়।

এডিলি থর্নফিল্ডের মি. রোচেস্টার এর বাড়িতে থাকে৷ মি. রোচেস্টার মাঝে মাঝে বাড়িতে আসে। জেনের সাথে কথা হয়, জেন তার কাজ করে দেয়। মি. রোচেস্টার এর বাড়িতে মাঝরাতে আগুন লাগলে জেন মি. রোচেস্টারকে বাঁচায় ও আগুন নেভাতে সাহায্য করে। একসময় উভয়েই একে অপরকে ভালোবেসে ফেলে৷ বিয়ের প্রস্তাব দিলে জেন রাজি হয়৷ স্থানীয় চার্চে তাদের বিয়ের সময় রিচার্ড মেসন নামের এক লোক এসে বলে যে, মি. রোচেস্টার বিবাহিত আর তার বোন ই রোচেস্টারের স্ত্রী৷ মি. রোচেস্টার তা স্বীকার করে। জেন থর্নফিল্ড ছেড়ে চলে যায়৷

শ্রান্ত, ক্লান্ত জেন এদিক সেদিক ঘুরে বেড়ায়, খাবার নেই, আশ্রয় নেই। হাঁটতে হাঁটতে মুর হাউসে রিভার্স পরিবারে পৌছায়। সেখানে আশ্রয় পায়, একটি স্কুলে চাকরিও নেয়। জেন জানতে পারে রিভার্স পরিবারের লোকেরা তার চাচাতো ভাই-বোন। আরো জানতে পারে তার চাচা জন আয়ার মৃত্যুর পূর্বে জেনের নামে বিশ হাজার পাউন্ড রেখে গেছেন।

রিভার্স পরিবারের ছেলে জন রিভার্স, জেনের চাচাতো ভাই জেনকে বিয়ে করতে চায় এবং মিশনারী কাজে জেনকে নিয়ে ইন্ডিয়া যেতে চায়। জেন জন রিভার্স এর প্রস্তাব ফিরিয়ে দেয়।

জেন মি. রোচেস্টারের জন্য টান অনুভব করতে থাকে। একরাতে টের পায় মি. রোচেস্টার তাকে ডাকছে। জেন থর্নফিল্ডে পৌছে দেখে মি. রোচেস্টারের বাড়ি সব পুড়ে ছাই এবং মি. রোচেস্টার অন্ধ হয়ে যায়। জেন মি. রোচেস্টারকে বিয়ে করে এবং পরবর্তীতে রোচেস্টার তার দৃষ্টিশক্তি ফিরে পায়।

Jane Eyre: থীমঃ

ভালোবাসা, ব্যক্তিস্বাধীনতা, ধর্ম।

 

জেন আয়ার – সামারি :

By Dilruba Remi:

Jane Eyre is a novel by Charlotte Bronte. Jane Eyre was an orphan so her childhood was so bitter. She was nourished at her Maternal uncle's house, Gateshead hall. She was treated badly by her maternal aunt & cousins. Only her maternal uncle Mr. Reed loved her but unfortunately he died.

Jane's maternal aunt, Mrs. Reed decided to admit Jane in Lowood School. Jane had got a friendly environment in Lowood School. There she befriended with Miss Temple & Helen. Miss Temple recommended Jane for governess post at Thornfield Hall. Jane then went to Thornfield Hall & started teaching the daughter of the employer. Soon,she get attracted to the the employer, Edward Rochester.

After knowing that Mr. Rochester proposed Jane to marry him & Jane accepted. But there was happening some strange incidents before their marriage. Later, Jane came to know about the truth of Rochester’s first marriage.

Jane left Thornfield Hall & came at Moor's house accidentally. There she met her cousins- St. John Rivers, Daina & Mary. Jane shared all the properties left by his Uncle, John Eyre to his cousins. St. John River proposed Jane but she rejected him.

Jane's maternal aunt became ill & called Jane to her for asking apology.

Mr. Rochester lost a hand & eyesight to save himself from fire created by his former mental wife. However, Jane returned to him & they got married.

 

Jane Eyre Character List:

By Mahabuba Sultana Mitu

 

1) Jane Eyre - The protagonist of the Novel.

2) Miss Sarah Reed - widow of Jane's uncle.

3) Eliza Reed - Oldest daughter in the Reed family.

4) Georgiana Reed - youngest family in the Reed family.

5) John Reed_ Only son in the Reed family, a bully , Jane's cousin.

6) Bessie lee -  Servant at Gateshed Hall.

7) Mrs. Temple - kind teachers as lowood school.

8) Helen burns - Jane's best friend at lowood school.

9) Mr. Brocklehurst - Headmaster at lowood school.

10) Edward Fairfax Rochester - Master of Thornfield hall.

11) Bertha Rochester - Mad wife of Edward Rochester.

12) Adele - Ward of Mr. Edward Rochester, Jane's pupil at thornfield.

13) Mrs. Alice Fairfax - Housekeeper at Thornfield Hall.

14) St. John Eyre Rivers - Minister of the parish at Morton.

15) Diana and marry Rivers - Sisters of St .John rivers.

Comment Here:

Post a Comment (0)
Previous Post Next Post