SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

A Tale of Two Cities – Bangla Summary | এ টেইল অভ টু সিটিজ | Saiful Munna

এ টেইল অভ টু সিটিজ, A Tale of Two Cities – Summary in Bengali | A Tale of Two Cities – Bangla Summary | A Tale of Two Cities by Charles Dickens in Bangla | Saiful Munna.

 

ফরাসি বিপ্লবের পূর্বে কাহিনী শুরু হয়।

A tale of two cities Summay in Bengali, Saiful Munna blog.
A tale of two cities Bangla summary, Saiful Munna blog.



A Tale of Two Cities – Bangla Summary by Saiful Munna:

Dr. Manette ১৮ বছর ফ্রান্সের বাস্তিল দূর্গে বন্দি থেকে মুক্ত হন। তিনি ফরাসি বিপ্লবের পক্ষে, রাজতন্ত্রের বিরোধী।তার সাথে মেয়ে Lucy এর দেখা হয়, সে London এ মায়ের সাথে পালিয়ে গিয়েছিল, বাবা যখন বন্দি হন।

Darney নামের ব্যক্তি বিচারের সময় তাদের সাক্ষ্যে মুক্তি পায়, সে ছিল রাজ পরিবারের একজন। Lucy র সাথে তার দেখা ও বিয়ে হয়। উকিল Carton ও লুসিকে পছন্দ করত।

বিপ্লবের পর বিপ্লবীরা রাজপরিবারের সবাইকে বন্দী করে। Darney এক বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজে বন্দী হয় ও মৃত্যুদণ্ড পায়।

Barsad নামের গুপ্তচরের মাধ্যমে উকিল Sidney, Darney কে মুক্ত করে এবং নিজে মৃত্যুবরণ করে। শুধু প্রিয় Lucy এর সুখের জন্য সে জীবন দেয়।

Lucy, darney সুখে জীবনযাপন করে।

 


A Tale of Two Cities – Summary in Bengali by Nil Rongga Josna:

এ টেইল অভ টু সিটিজ বিখ্যাত একটি ঐতিহাসিক ঊপন্যাস। ফরাসি বিল্পব পূ্র্ব নৃশংসতা ও বিল্পব পরবর্তী সামাজিক অস্থিরতাকে কেন্দ্র করে রচিত এই ঊপন্যাস।এখানে শৈল্পিক প্রেমের কাহিনী উল্লেখ করা হয়েছে। আর এই প্রেমের কাহীনি মূলত লন্ডন ও প্যারিস শহরে ঘটেছে। Dr. Manette ছিলেন ফরাসি বিল্পবী।তখন তার মেয়ে Lucy তার সাথে London এ পালিয়ে যায়। Darney Lucy র দেখা হয় এবং পরে তারা বিবাহ করে। বিল্পরীরা যখন রাজপরিবারের সবাইকে বন্দি করে তখন Darney তার বন্ধুকে বাচাতে গিয়ে নিজেও বন্দী হয়। শেষে এক ঊকিলের সহায়তায় Darney মুক্ত পায়। Darney lucy পরে সুখ শান্তিতে বসবাস করে। এই ঊপন্যাসে মূলত সহমর্মিতা, সন্দেহ, ভয়, দুঃখ, কষ্ট ও ত্যাগের এক অসাধারণ মহিমা বা দৃষ্টান্ত প্রকাশ পেয়েছে।

 


A Tale of Two Cities Summary – by Shishir Kona:

A Tale of Two Cities is a portrayal of the social and political atmosphere of London and Paris. In the middle of the eighteenth century, both London and France were states of chaos and unrest. This novel is a portrait of that time.

Dr. Alexander manette, an honest doctor lived in Paris with his family. Once he was called by Marquis de St. Evremonde and his brother as they ravished a girl. Dr. Wanted to inform the incident to Minister sending a letter. Unfortunately, the letter was caught by Evremonde and Dr. Manette was compelled to be a prisoner for eighteen years.

Eighteen years later Dr. Manette got released and reunited with his only one girl Lucy. He started to make shoes and tried to live happily.

A young boy, Charles Darnay, who was the heir of oppressed Evremonde. Charles fell in love with Lucy and got married too. Charles revealed his true identity to Dr. Manette but Doctor forgave him and suggested to hide his identity.

After many years, when French revolution knocked at the door, Charles was accused again and imprisoned. Mr. Sydney Carton who loved Lucy. Without any benefit Carton wanted to do something for Lucy. He was looked like Charles. In Jail he took the place of Charles and helped Charles to fly.

Thus by sacrificing life, charles proved his true love toward Lucy.

 

A Tale of Two Cities – Major Themes: Love and sacrifice, Resurrection, Exploitation.



A Tale of Two Cities by Charles Dickens in Bangla – by Zannatul Ferdous Mrittika:

কাহিনীর সূত্রপাত শুরু হয় লুসি ম্যানেট এর জন্ম বৃত্তান্ত নিয়ে সে জানতে পারে সে অনাথ নয়, তার বাবা আছেন যিনি ষড়যন্ত্রের শিকার হয়ে ১৮ বছর বাস্তিল দূর্গে বন্দী ছিলেন এবং তার মানসিক অবস্থা ভারসাম্য হারায়। তারপর মি. ম্যানেট তার মেয়ে সহচর্যে আস্তে আস্তে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

মি. ম্যানেট ও লুসির পরিচয় হয় চার্লস ডারনে এবং সিডনি কারটনের সাথে তারা দুজনই লুসিকে ভালবাসে। কিন্তু লুসি ভালবাসে চার্লস ডারনেকে এটা জানার পর কারটন লুসির খুশির জন্য লুসির বক্তব্য মেনে নেয়।

লুসি ও ডারনে বিবাহবন্ধনে আবদ্ধ হয় ও তাদের একটা মেয়ে জন্ম হয়। হঠাৎ ডারনে বন্দি হয়, যখন সে ফ্রান্সে যায় তার চাচার খবর নিতে বিপ্লবীরা তাকে বন্দি করে কারণ সে aristocratic society র লোক এবং তার পরিবারের সদস্যরা ( তার বাবা ও চাচা) অনেক অত্যাচার করে সাধারণ জনগণের ওপর তারা সাধারণ জনগণকে মানুষ বলেই গন্য করত না তাদের সাথে পশুর মতো আচারন করতো। সাধারণ অত্যাচারিত জনগণ একত্রিত হয়ে বাস্তিল দূর্গ দখল করে এবং উচ্চ পদস্থ কর্মকর্তা, সরকারি চাকরিতে বহাল কর্মচারি ও aristocratic লোকজন কে শাস্তি প্রদান করা শুরু করে গিলোটিনের মাধ্যমে যা খুবই নিষ্ঠর বর্বরতার পরিচয়।

ডারনেকে বন্দী করে রাখা হয় এবং রায় হিসেবে মৃত্যুদন্ড দেয়া হয়। সিডনি কারটন বারসাড নামক গুপচরের সাহায্যে ডারনেকে তার জেল থেকে সরিয়ে নিরাপদ জায়গায় পৌছানোর ব্যবস্থা করে এবং নিজে ডারনের দন্ড ভোগ করে লুসিকে ভালবেসে সে নিজের জীবন ত্যাগ করে। সে মৃত্যুর সময় এক বিভেদহীন রাষ্ট্রের স্বপ্ন দেখে যেখানে লুসি ও তার পরিবার তার এই আত্মত্যাগকে মনে রাখবে ও সুখে বসবাস করবে।

 

A tale of two cities - Setting of the novel: during French revolution (1775-1793).

 

A Tale of Two Cities - Themes: self-sacrifice for love, discrimination between aristocratic society and common people, brutality of aristocratic people and violence of revolutionaries on innocent people.

See more: Honours 4th Year - Bangla Lectures>

1 Comments

Comment Here:

Post a Comment
Previous Post Next Post