SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

`Doctor Faustus by Christopher Marlowe’ Bangla Summary | Dr. Faustus Summary in Bengali | Saiful Munna

ডক্টর ফস্টাস | `Doctor Faustus by Christopher Marlowe’ Bangla Summary | Dr. Faustus Summary in Bengali | Saiful Munna

 

The Tragical History of Doctor Faustus `ডক্টর ফস্টাস’ Dr. Faustus একজন জ্ঞানী জার্মান ব্যাক্তি। তিনি যুক্তিবিদ্যা, চিকিৎসা, ওকালতি ইত্যাদি বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং পাশাপাশি ধর্মের উপরে দক্ষতা অর্জন করেছেন। কিন্তু এসব শাখায় জ্ঞানার্জন তাকে সন্তুষ্ট করতে পারেনি। তখন তিনি অসীম ক্ষমতার অর্জনের ইচ্ছা করেন এবং কালো-বিদ্যা বা যাদুবিদ্যা অর্জনে আগ্রহী হন। তার বন্ধু ভালদেস ও কারনেলিউস তাকে যাদুবিদ্যা অনুশীলনের পরামর্শ দেয়।


 

Doctor Faustus Summary in Bengali
dr Faustus Bangla Summary, Doctor Faustus Summary in Bengali


`Doctor Faustus by Christopher Marlowe’ Bangla Summary: Saiful Munna:


Dr Faustus যাদুবিদ্যা অনুশীলন করেন এবং সফল হন। তিনি কালো-যাদুর মাধ্যমে মেফিস্টোফিলিস কে হাজির করেন, যে ছিল খুবই ভয়ংকর ও শয়তানের দাস। ড. ফস্টাস Doctor Faustus অসীম ক্ষমতাবান হতে চান, কিন্তু মেফিস্টোফিলিস তাকে সতর্ক করে যে, যাদু-বিদ্যার এই পথে ধ্বংস অনিবার্য। বিভীষিকাময় দোজখ- এর চূড়ান্ত পরিণতি। তথাপি ডক্টর ফস্টাস যাদুবিদ্যার মাধ্যমে অসীম ক্ষমতাবান হতে চান এবং তিনি লুছিফার এর সাহায্য প্রার্থনা করেন। লুসিফার ছিল শয়তানদের প্রধান। লুছিফার ২৪ বছরের জন্য ফস্টাস কে অসীম ক্ষমতাধর করে দেয় এবং মেফিস্টোফিলিসকে তার সহায়তায় নিযুক্ত করে দেয়, কিন্তু শর্ত এই যে, এই সময় শেষে ফস্টাসের জন্য অপেক্ষা করবে যন্ত্রনাদায়ক মৃত্যু ও বিভীষিকাময় জাহান্নাম। ফস্টাস প্রস্তাবে রাজি হয়ে যান।


ফস্টাস দ্বিধায় পড়ে যান এবং ধ্বংসের পথ থেকে ফিরে আসার চিন্তা-ভাবনা করেন, কিন্তু পরিশেষে তিনি চুক্তিতে রাজি হয়ে যান এবং নিজের রক্ত দিয়ে চুক্তিনামায় সাক্ষর করেন। তৎক্ষণাৎ তার বাহুতে Homo Fuge” (যার অর্থ “O man, fly”) নামক খোদাই করা লেখা ভেসে উঠে। তিনি আবারো দ্বিধায় পড়ে যান কিন্তু মেফিস্টোফিলিস তার জন্য উপহার নিয়ে আসে এবং যাদুবিদ্যার একটি বই উপহার দেয়। তারপর ফস্টাস তাকে পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করলে সে সবগুলোরই জবাব দেয় শুধু একটি প্রশ্নের জবাব দেয় না,‘এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা কে?’ এজন্য ফস্টাস আবারো দ্বিধায় পড়ে যান কিন্তু তৎক্ষণাৎ মেফিস্টোফিলিস ও লুছিফার তার জন্য Seven Deadly Sins বা সাতটি চরম অপরাধের” প্রদর্শনী দেখায় যেখানে অপরাধগুলোকে মানুষের রুপে প্রদর্শন করা হয়। এই সাতটি অপরাধ হলো- Lechery, Gluttony, Sloth, Pride, Covetousness, Wrath, Envy  অর্থাৎ দুশ্চরিত্র, পেটুকতা, অলসতা, অহংকার, দম্ভ, রাগ, হিংসা। এই প্রদর্শনী দেখে ফস্টাস সন্তুষ্ট হন।

 

Dr. Faustus Summary in Bengali: Saiful Munna:

তারপর ফস্টাস Faustus তার যাদুর ক্ষমতা ও মেফিস্টোফিলিসের সহায়তায় পৃথিবী ভ্রমনে বের হন। তিনি রোমের একটি গির্জায় পৌঁছান এবং যাদু প্রয়োগ করে অদৃশ্য হয়ে যান। অদৃশ্য হয়ে তিনি পাদ্রিদের ভোজন-উৎসবে বিঘ্ন ঘটান এবং তাদের মারধর করে নিজের যাদুবিদ্যা ঝালাই করে নেন। তারপর তিনি ইউরোপের বিভিন্ন রাজসভায় হাজির হন এবং যথেষ্ট খ্যাতি অর্জন করেন। এক পর্যায়ে ফস্টাসকে জার্মানির শাসক চার্লস পঞ্চম তার রাজসভায় আমন্ত্রন জানান এবং যাদুর প্রদর্শনী দেখার আগ্রহ প্রকাশ করেন। তিনি Faustus ফস্টাসকে ইতিহাসখ্যাত রাজা ও শাসক ‘অ্যালেকজান্ডার দি গ্রেট’ কে হাজির করার হুকুম করেন এবং ফস্টাস সফলতার সাথে তার একটি প্রতিবিম্ব হাজির করেন। এতে চার্লস পঞ্চম খুবই সন্তুষ্ট হন। কিন্তু রাজসভার এক যোদ্ধা তার যাদুবিদ্যাকে তাচ্ছিল্য করলে ফস্টাস তার মাথায় সিং গজিয়ে দেন l

(saiful Munna Blog)

ফস্টাস Faustus পুনরায় তার ভ্রমন শুরু করেন এবং এক ঘোড়া-ক্রেতার সাথে তার সাক্ষাৎ হয়। তিনি তার কাছে যাদুর ঘোড়া বিক্রয় করেন যেটি পানির সংস্পর্শে আসলে খড়ের গাঁদায় পরিণত হয়ে যায়। ঘোড়া-ক্রেতা অভিযোগ করতে আসলে তিনি পুনরায় যাদুর মাধ্যমে তাকে ধোঁকা দেন। পরবর্তীতে ভ্যানহল্টের শাসক তাকে আমন্ত্রন জানান এবং তিনি রাজা এবং রানিকে তার যাদুবিদ্যার মাধ্যমে সন্তুষ্ট করেন।


একসময় Faustus ফস্টাসের ২৪ বছরের নির্দিষ্ট সময় শেষ হয়ে আসতে থাকে। তিনি সর্বদাই মৃত্যুভয়ে আতঙ্কিত থাকেন। তবুও তিনি মেফিস্টোফিলিসের সহায়তায় হেলেন কে হাজির করেন তার জ্ঞানী বন্ধুদের দেখানোর জন্য, যে ছিল প্রাচীন গ্রীস ও পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। একজন বৃদ্ধ ব্যাক্তি ফস্টাসকে ঈশ্বরের সাহায্য চেয়ে সঠিক পথে ফিরে আসার পরামর্শ দেন তবে তিনি তাতে কর্ণপাত করেন না। ফস্টাস হেলেনকে কাছে পাবার জন্য পুনরায় তাকে হাজির করেন।

কিন্তু সময় শেষ হয়ে যায়। ফস্টাস মৃত্যুভয়ে অস্থির হয়ে যান। মৃত্যুর ঠিক আগে তিনি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন কিন্তু ততোক্ষণে অনেক দেরি হয়ে যায়। ২৪ বছরের নির্ধারিত সময় শেষ হয়ে গেলে একদল শয়তান তাকে মেরে ফেলে এবং তার আত্মাকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়।


Dr. Faustus Bangla Lecture:




Written by: 

Study Centre Official by RSK.

Edited by: Saiful Munna.

Comment Here:

Post a Comment (0)
Previous Post Next Post