SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে অংশগ্রহনের নিয়ম। পুরস্কার ১০০টি ল্যাপটপ,প্রতিদিন ৫টি স্মার্টফোন,১০০ জিবি ডাটা।

বঙ্গবন্ধু মুজিব কুইজ ১০০টি ল্যাপটপ পুরস্কার।
বঙ্গবন্ধু মুজিব কুইজ ১০০টি ল্যাপটপ পুরস্কার। 


 মুজিব বর্ষ উপলক্ষ্যে ১ ডিসেম্বর ২০২০ থেকে শুরু হয়েছে " বঙ্গবন্ধু মুজিব কুইজ",চলবে ১০০ দিন।

পুরস্কারঃ ১০০টি ল্যাপটপ।
প্রতিদিনঃ ৫টি স্মার্টফোন।
প্রতিদিনঃ ১০০জিবি ডাটা।


সময়ঃ ১ডিসেম্বর থেকে পরবর্তী ১০০ দিন।

কুইজে রেজিষ্ট্রেশনের লিংক নিচে দেয়া হলঃ-

মুজিব কুইজে অংশগ্রহনের নিয়মঃ


১. নিচের লিংকে গিয়ে লগইন করুনঃ- (এই পুস্টের একেবারে শেষে লিংক দেয়া আছে)

লিংকে যাওয়ার পর এরকম একটি পেজ আসবেঃ

বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহনের নিয়ম
বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহনের নিয়ম ১


২. পেজটিতে " লগ ইন " লিখা স্থানে ক্লিক করে লগইন করতে হবে। 

* লগইন আপনি ইমেইল দিয়ে বা ফেসবুক একাউন্ট দিয়ে করতে পারবেন। 

LOG IN WITH FACEBOOK এটাতে ক্লিক করলে নিচের পেজ আসবেঃ


 নিচের ছবিতে দেখুনঃ 

বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহনের নিয়ম ২
বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহনের নিয়ম ২

বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহনের নিয়ম
বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহনের নিয়ম ২



এখন আপনাকে আপনার ফোন নাম্বার,পরিচয়, শিক্ষা প্রতিষ্ঠান,ঠিকানা দিতে হবে। ফোন নাম্বার দেয়ার পর মোবাইলে কোড আসবে ,তা লিখে সবামিট করতে হবে।

৩. সব লিখার পর " ঠিক আছে"তে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে।  নিচের ছবিতে দেখুনঃ

বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহনের নিয়ম ৩
বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহনের নিয়ম ৩

আপনি চাইলে এপ ডাউনলোড করতে পারেন। আর এপ না ডাউনলোড করলেও হবে। আপনি এটি ক্লোজ করে আবার প্রথম পেজ এ চলে যান।

প্রথম পেইজের লিংকঃ ১ম পেজ।


এখন আপনি প্রশ্নের সঠিক উত্তর সিলেক্ট করে সাবমিট করুন। এ পেজটি সেভ করে রাখবেন। কারণ প্রতিদিন এ পেজেই নতুন প্রশ্ন দেয়া হবে।




মুজিব কুইজে রেজিষ্ট্রেশন করুন এখানে....... 
রেজিষ্ট্রেশন , রেজিষ্ট্রেশন।


এখনই রেজিষ্ট্রেশন করুন।


এ কুইজে অংশগ্রহণকারীরা প্রতিদিন ৫জন করে পাবেন ৫টি স্মার্টফোন। প্রতিদিন ১০০ জন পাবেন ১০০ জিবি ইন্টারনেট।

সমাপনী দিনে ১০০ জন অংশগ্রহণকারী লটারির মাধ্যমে পাবেন ১০০ টি ল্যাপটপ ।


Comment Here:

Post a Comment (0)
Previous Post Next Post