বঙ্গবন্ধু মুজিব কুইজ ১০০টি ল্যাপটপ পুরস্কার।
মুজিব বর্ষ উপলক্ষ্যে ১ ডিসেম্বর ২০২০ থেকে শুরু হয়েছে " বঙ্গবন্ধু মুজিব কুইজ",চলবে ১০০ দিন।
পুরস্কারঃ ১০০টি ল্যাপটপ।
প্রতিদিনঃ ৫টি স্মার্টফোন।
প্রতিদিনঃ ১০০জিবি ডাটা।
সময়ঃ ১ডিসেম্বর থেকে পরবর্তী ১০০ দিন।
কুইজে রেজিষ্ট্রেশনের লিংক নিচে দেয়া হলঃ-
মুজিব কুইজে অংশগ্রহনের নিয়মঃ
১. নিচের লিংকে গিয়ে লগইন করুনঃ- (এই পুস্টের একেবারে শেষে লিংক দেয়া আছে)
লিংকে যাওয়ার পর এরকম একটি পেজ আসবেঃ
বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহনের নিয়ম ১ |
২. পেজটিতে " লগ ইন " লিখা স্থানে ক্লিক করে লগইন করতে হবে।
* লগইন আপনি ইমেইল দিয়ে বা ফেসবুক একাউন্ট দিয়ে করতে পারবেন।
LOG IN WITH FACEBOOK এটাতে ক্লিক করলে নিচের পেজ আসবেঃ
নিচের ছবিতে দেখুনঃ
বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহনের নিয়ম ২ |
বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহনের নিয়ম ২ |
এখন আপনাকে আপনার ফোন নাম্বার,পরিচয়, শিক্ষা প্রতিষ্ঠান,ঠিকানা দিতে হবে। ফোন নাম্বার দেয়ার পর মোবাইলে কোড আসবে ,তা লিখে সবামিট করতে হবে।
৩. সব লিখার পর " ঠিক আছে"তে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। নিচের ছবিতে দেখুনঃ
বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহনের নিয়ম ৩ |
আপনি চাইলে এপ ডাউনলোড করতে পারেন। আর এপ না ডাউনলোড করলেও হবে। আপনি এটি ক্লোজ করে আবার প্রথম পেজ এ চলে যান।
এখন আপনি প্রশ্নের সঠিক উত্তর সিলেক্ট করে সাবমিট করুন। এ পেজটি সেভ করে রাখবেন। কারণ প্রতিদিন এ পেজেই নতুন প্রশ্ন দেয়া হবে।
মুজিব কুইজে রেজিষ্ট্রেশন করুন এখানে.......
রেজিষ্ট্রেশন , রেজিষ্ট্রেশন।
এখনই রেজিষ্ট্রেশন করুন।
এ কুইজে অংশগ্রহণকারীরা প্রতিদিন ৫জন করে পাবেন ৫টি স্মার্টফোন। প্রতিদিন ১০০ জন পাবেন ১০০ জিবি ইন্টারনেট।
সমাপনী দিনে ১০০ জন অংশগ্রহণকারী লটারির মাধ্যমে পাবেন ১০০ টি ল্যাপটপ ।