MrJazsohanisharma
SAIFUL MUNNA - Bangla Summary, Handnotes

নদ ও নদীর মধ্যে পার্থক্য কি? নদ-নদী দুটো কি এক জিনিস?

 

নদ ও নদীর মধ্যে পার্থক্য

নদ এবং নদী এর মধ্যে পার্থক্যঃ

নদ এবং নদী এর মধ্যে পার্থক্যঃ

নদ ও নদী দুটো কি এক জিনিস,না কি আলাদা কিছু! এটা নিয়ে আমরা প্রায়ই অনেক আলোচনা,তর্ক-বিতর্ক শুনে থাকি। তবে অনেক ক্ষেত্রে একটি ভুল সিদ্ধান্তের মাধ্যমে তা শেষ হয়।

অনেকে বলে থাকেন, নদী হচ্ছে সেটি যা আঁকাবাঁকা পথে চলে। আর নদ হচ্ছে তা,যা সোজা পথে চলে। এ ধারণাটা পুরোপুরি ভুল।

আর কিছু মানুষ আছে যারা বলে, নদী হচ্ছে তা, যার শেষ নেই। আর নদের শেষ আছে। এটাও ভিত্তিহীন একটি ধারণা।


নদ / নদী কি?


নদ বা নদী হচ্ছে একটি জলাধার, যেটির দুদিকে তীর রয়েছে এবং এটি একটি উৎস থেকে শুরু হয়ে অন্য একটি জলাধারের সাথে মিশেছে।

এটির প্রস্থ থাকে সীমাবদ্ধ ,কিন্তু দৈর্ঘ্য সীমাবদ্ধ নয়।


নদ ও নদীর মধ্যে পার্থক্য কীঃ

নদ ও নদীর মধ্যে পার্থক্যটা ভৌগলিক নয়। ভৌগলিকভাবে নদ বা নদী দুটোই এক জিনিস

নদ এবং নদী, এ দুটির মধ্যে পার্থক্য কী?
নদ এবং নদী, এ দুটির মধ্যে পার্থক্য কী?


নদ বলতে কী বুঝায়ঃ

নদ/নদীর মধ্যে পার্থক্যটা হচ্ছে ব্যাকরণগত । বাংলা, ফারসী,হিন্দি ইত্যাদি ভাষায় পুরুষবাচক শব্দে "অ-কারান্ত" হয়। যেমনঃ কুমার, শিক্ষক,বালক।

এরকম যেসব নদ/নদীর নামের শেষটা অ-কারান্ত হয়,সেগুলোকে নদ বলা হয়। উদাহরণস্বরূপঃ ব্রহ্মপুত্র ,কপোতাক্ষ, নীল(নদ)। এ শব্দগুলোর শেষের বর্ণ "অ-কারান্ত", যার জন্য এগুলো পুরুষবাচক । তাই, এগুলোকে নদ বলে ডাকা হয়।

নদী বলতে কী বুঝায়ঃ

হিন্দি ,ফারসী, বাংলা ইত্যাদিতে স্ত্রীবাচক শব্দ বোঝাতে "আ-কারান্ত,ই-কারান্ত এবং ঈ-কারান্ত হয়। যেমনঃ কুমারী, বালিকা,মেঘবতী ইত্যাদি।

এরকম যেসব নদ/নদীর নামের শেষ বর্ণ স্ত্রীবাচক বা আ-ই-ঈ কারান্ত হয়,সেগুলোকে নদী বলে ডাকা হয়।

উদাহরণঃ কুশিয়ারা,মেঘনা,ধলেশ্বরী, যমুনা ইত্যাদি।


- লেখক: সাইফুল মুন্না।

Comment Here:

Post a Comment (0)
Previous Post Next Post