লতিফ স্যারকে নিয়ে কবিতা।
আ. লতিফ স্যার
তিনি,
রুদ্রোজ্জ্বল হাসিতে এক দীপ
হীরকিত গাম্ভীর্যে শ্বেত প্রবাল,
অকৃত্রিম আন্তরিকতায় প্রস্ফুটিত পুষ্প
পাঠকক্ষে দাঁড়ানো অম্বুধিপূর্ণ জল।
আর,
কুসুমাস্তীর্ণ চিত্তের স্বীয়
মেহের ছড়ানোর কৌশল অতুলনীয়,
তটিনীর বারিধারার মত
হৃদের সাথে হৃদ জড়াচ্ছেন অবিরত।
আমি,
পেয়েছি এক তীর্থ যখন
দেখেছি সে অম্লান বদন,
ভুলেছি অলসতার সংজ্ঞা তাই
বুঝেছি দুশ্চিন্তা বলে কিছু নাই,
জীবন নদীর বোশেখী যঞ্ঝা-তুফানে
তিনি তুলেছেন আশার জলযানে।
এখন,
শুভ হোক শুভ এ মহা ক্ষণ
সমৃদ্ধি আর শান্তির সখ্য হোক যোগল জীবন,
তারারা মিছিল করুক আর
সব নীল ছিটিয়ে দিক নীলাম্বর।
- সাইফুল মুন্না।